বিএনএ, ঢাকা: রাজধানীর সবুজবাগে বাসাবো আমতলা এলাকায় মাটির ডাম্পিং ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন(৯) নামের এক শিশুর নিহত হয়েছে।শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে মধ্য বাসাবো এলাকায় ডাম্পিং ট্রাকের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে মারা যায়।পরে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামা মোতালেব জানান,আমার ভাগ্নে স্থানীয় এস আর সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে। আজ মধ্য বাসাবো আমতলা এলাকায় একটি ডাম্পিং মাটির ট্রাকে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।
বিএনএ/ আজিজুল, ওজি