19.5 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পটুয়াখালীতে বিএনপি-যুবলীগ সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

পটুয়াখালীতে বিএনপি-যুবলীগ সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

পটুয়াখালীতে বিএনপি-যুবলীগ সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

বিএনএ ডেস্ক, ঢাকাপটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপি-যুবলীগের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দুমকী থানার ওসি আবদুস সালাম জানান, আহত পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত।

ওসি বলেন, যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় দলের আরও ৭-৮ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল বিএনপি’র।  সমাবেশ সফল করতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হতে থাকে। এ সময়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে উপজেলা আওয়ামী-যুবলীগের একটি বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি অফিস অতিক্রমের সময় দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে ওই  এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে।

দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। দলীয় অফিস ভাঙচুর ও অন্তত অর্ধশত নেতা-কর্মীকে আহত করার অভিযোগ করেন তিনি।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন বলেন, সারাদেশে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল বের করে যুবলীগ। সেই মিছিলে বিএনপি’র সন্ত্রাসীরা হামলা করার অভিযোগ তোলেন তিনি।

সংর্ঘষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুমকী থানার ওসি আবদুস সালাম।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ