27 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের


বিএনএ, স্পোর্টস ডেস্ক: হার দিয়ে বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ওপেনিং জুটিতে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশের নারীরা।

বোলিংয়ে আলো ছড়ালেও ব্যাটিংয়ে ছিলনা দায়িত্বশীলতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানের হার দিয়েই নারী বিশ্বকাপের যাত্রা শুরু হলো নিগার সুলতানা জ্যোতিদের।

২০৮ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামার চাপের ছিটেফোঁটাও দেখা যায়নি শামিমা সুলতানা ও শারমিন আখতারের মধ্যে। প্রয়োজনীয় রানরেটের চেয়ে একটু ধীরে এগোলেও দারুণ ভিত্তি গড়েছিলেন দুজন। ১৬তম ওভারে বাংলাদেশ যখন ৫০ পেরোল, তখনো উইকেটের ঘরে শূন্য।

উদ্বোধনী জুটি বাংলাদেশকে ৬৯ রান এনে দেওয়ার পর আবির্ভাব খাকার। এই ডানহাতি পেসার ৯ বলের মধ্যে দারুণ শুরুটা হতাশার বানিয়ে দিলেন। শামিমার (২৭) স্টাম্প ভাঙা দিয়ে শুরু, শারমিন (৩৪) ও মুরশিদাকে (০) উইকেটকিপারের ক্যাচ বানিয়ে থামলেন। তবু ওভারপ্রতি তুলনা করলে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের বিপদ নিজেরাই বাড়ালেন বাংলাদেশের ব্যাটাররা। ফারজানা হক (৮) রানআউট হয়ে গেলেন ইনিংসের মাঝপথে।

রান তোলার চিন্তা মাথা থেকে ঝেড়ে রুমানা আহমেদ ও নিগার সুলতানা উইকেটে গেড়ে বসলেন। ২৩ রানের একটা জুটিও হলো। কিন্তু ৮ ওভার খরচ করে থিতু হওয়ার সে চেষ্টাও ব্যর্থ করে দিলেন খাকা। পরের স্পেলে এসেই রুমানাকে (২১) উইকেটকিপার চেটির হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। সালমা খাতুন (২) এলেন আর গেলেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।

মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

এই দুইজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভার ৫ বল ২০৭/১০ (উলভার্ট ৪১, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮,; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, ঋতু মণি ৯.৫-১-৩৬-২, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯ ওভার ৩ বল ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, ঋতু ২৭; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২)। প্লেয়ার অব দ্য ম্যাচ: আয়াবঙ্গা খাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ