28 C
আবহাওয়া
৬:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন থেকে এক বাংলাদেশীকে উদ্ধার করেছে ভারত

ইউক্রেন থেকে এক বাংলাদেশীকে উদ্ধার করেছে ভারত


বিএনএ, বিশ্বডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকা পড়া এক বাংলাদেশীকে উদ্ধার করেছে ভারত। ভারত ‘অপারেশন গঙ্গা’ নামে পরিচালিত উদ্ধার অভিযানের ভারতীয় নাগরিকদের উদ্ধার করার সময় ওই বাংলাদেশীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় নয়াদিল্লি­তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান। ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার চাপ কমায় এখন অন্য দেশের নাগরিকদের উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে অনুরোধের কথা জানিয়েছিলেন।

অরিন্দম বাগচী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে যাওয়ায় এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইউক্রেন ভারত থেকে ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে সবচেয়ে বড় উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০ হাজার ৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ