28 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৩ জনের দেহে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই নিয়ে টানা ১৭ দিন ধরে মৃত্যুহীন রয়েছে চট্টগ্রাম।

শনিবার (৫ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ৯ জনই নগরের বাসিন্দা। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলার মধ্যে মিরসরাইয়ে ২ জন এবং বোয়ালখালী ও হাটহাজারীতে ১ জন করে রয়েছেন।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৩২ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ২২ জন এবং ৩৪ হাজার ৫১০ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ