বিএনএ,ঢাকা: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি ২০২৫) রাতে নগরীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবাইয়াতকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ডিবির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
বিএনএ,এসজিএন