30 C
আবহাওয়া
১০:০৭ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিও’র নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

রোববার(৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ ক্যাম্পের আব্দু রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

বিএনএ/এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ