21 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

আগুন

বিএনএ, চট্টগ্রাম : পৌনে দুই ঘন্টা চেষ্টার পর চট্টগ্রামের পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫ টা ইউনিট।

এর আগে রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনে ছয়টি শেডের তরকারি, মুদি, ডিমের দোকানসহ আনুমানিক ৩০ থেকে ৪০টি ছোট ছোট কাঁচা দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ