29 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » রোববার ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ

রোববার ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ


বিএনএ, ঢাকা: শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ বিজয়ী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন রোববার (৬ ফেব্রুয়ারি)।  শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আপিল বোর্ড পরিবর্তিত সিদ্ধান্ত ঘোষণা করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

গণমাধ্যকে তিনি বলেন, রোববার বিকাল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হবে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির সংবিধানের ১১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগকারীদের অভিযোগ আমলে নেননি। প্রমাণ থাকা সত্ত্বেও পীরজাদা ব্যবস্থা নেননি। তাই আপিল বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
 এর আগে নির্বাচনে জয়ী হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে নির্বাচনের ফলাফল শুরু থেকেই গ্রহণ করেননি জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী নিপুণ। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভয়ংকর অভিযোগ জানিয়েছেন নিপুণ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে সাক্ষাৎকারে নতুন করে আবার আপিল বোর্ডে অভিযোগের বিষয় তুলে আনেন নিপুণ। তারই প্রেক্ষিতে আপিল বোর্ড তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে।

বিএনএ/.এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিলো বিদ্রোহীরা দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল আইনজীবী সাইফুল হত্যা, ৩১ জনের বিরুদ্ধে মামলা গাজায় ২৪ ঘণ্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ২৯ বস্তা টাকা ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডার ইসি কমিটির নির্বাচনে সভাপতি শবনম ও সা.সম্পাদক হাসনাত জুলাই বিপ্লবে প্রতিটি শহীদ পরিবারকে ১ লক্ষ টাকা দেবে চসিক-ডা. শাহাদাত দেশকে রূপান্তর করতে সকলকে একযোগে কাজ করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে প্রাসাদ করেছে; তাদের ক্ষমা নেই-জামায়াত আমির Bangladesh condemns desecration of the national flag and burning of effigy of Chief Advisor in Kolk...