25 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভূমিকম্প, ভারত ও পাকিস্তানেও অনুভূত

আফগানিস্তানে ভূমিকম্প, ভারত ও পাকিস্তানেও অনুভূত

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিট) দিকে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে এ ভূকম্পন অনুভূত হয়। উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, নয়ডা, দিল্লি ও আশপাশের শহরগুলোও কেঁপে উঠার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আফগানিস্তানের কাবুল থেকে ২৫৯ কিমি দূরে ভূমিকম্পের উৎসস্থল। পাকিস্তানের ইসলামাবাদ থেকে ৩৪৬ কিমি এবং তাজিকিস্তানের দুশানবে থেকে ৩১৭ কিমি দক্ষিণ-পূর্বে কম্পনের উৎসস্থল। মাটি থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

এখন পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

গত জানুয়ারি মাসের ১৮ তারিখে, আফগানিস্তানের হেরাথে একটি বড় ভূমিকম্প হয়। গত নভেম্বরেও কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের জেলাগুলি।  রিখটার স্কেলে কম্পণের মাত্রা ছিল ৬.১। জানা যাচ্ছে যে ভোর ৫টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের  উৎসস্থল মিজোরামের থেনজল এলাকা থেকে ৭৩ কিমি দক্ষিণ পূর্বে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ