32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সতীনের চোখ উপড়ে নিলো সতীন!

সতীনের চোখ উপড়ে নিলো সতীন!

সতীনের চোখ উপড়ে নিলো সতীন!

বিএনএ, সাভার: সাভারে সুতা কাটার যন্ত্র (কাটার) দিয়ে বড় সতিন সালমা আক্তারের (৩২) এক চোখ উপড়ে দিয়েছে ছোট সতিন নুর নেছার(৩১) ।সালমা বরিশাল হিজল থানার দুর্গাপুর গ্রামের মোতালেবের স্ত্রী। শুক্রবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এনাম মেডিক্যাল কলেজের হাসপাতালে গিয়ে ভুক্তভোগী সালমাকে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাভার ফায়ার সার্ভিসের সামনে একটি পোশাক কারখানা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

সালমা  বলেন, মোতালেবের সঙ্গে আমার ১৮ বছর ধরে বিয়ে হয়েছে। আমি ১২ বছর ধরে সাভারে থেকে আল মুসলিমে চাকরি করছি। এরপর আমার স্বামী নুর নেছাকে বিয়ে করেন। আমার স্বামীর পানের দোকানদার। নেছাকে বিয়ের পর আমরা তিনজনই একই বাসায় থাকতাম একটা সময়। মাঝখানে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কারখানা থেকে বের হওয়ার পর সাভার ফায়ার সার্ভিসের সামনে আমার চোখে ও বুকে সুতার কাটার দিয়ে আঘাত করে নুর নেছা।

সাভার থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ