22 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ছয় মহানগরে সমাবেশের ঘোষণা দিল বিএনপি

ছয় মহানগরে সমাবেশের ঘোষণা দিল বিএনপি


বিএনএ,ঢাকা: নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশের ছয় মহানগরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি)জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সিটি নির্বাচনে অংশ নেয়া দলটির মেয়র প্রার্থীরা।নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ১৩ ফেবরুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে পর্যায়ক্রমে এই সমাবেশের দিন ধার্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ৬ মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। তিনি জানান,১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রুয়ারি বরিশালে, ২৮শ ফেব্রুয়ারি খুলনায়, পহেলা মার্চ রাজশাহীতে,৩ ও ৪ মার্চ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটিতে যথাক্রমে মহাসমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি’র মেয়র প্রার্থীরা অভিযোগ করেন, শক্তিশালী বিরোধী দল চাইলে, বিরোধীমতকে গণতান্ত্রিক চর্চার সুযোগ দিতে হবে।ক্ষমতাসীনদের আজ্ঞাবহ কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা।

তবে,বর্তমান সরকারের অধীনে নির্বাচনের সমালোচনা করলেও আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা পরিষ্কার করতে পারেননি বিভাগীয় পর্যায়ের এই বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজশাহী সিটির বিএনপির পরাজিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলীয় হাইকমান্ড।

সে সময় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, কার অধীনে নির্বাচন করা হবে সেটে ভাবা জরুরি। এই সরকারের অধীনে হাজার বার নির্বাচন হলেও ফলাফল একই রকম হবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা উত্তরের পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আসান জন্য জোরদার আন্দোলন দরকার। এক বছর পরে হলেও সবাই এক মঞ্চে আসতে পেরেছেন।জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ইভিএম মেশিনে একটি আঙুলের চাপেই হাজারটি ভোট হয়ে যায়। আওয়ামী লীগের বিশেষ টিম রয়েছে, যারা বিদেশে ঘুরে ঘুরে ভোট ডাকাতির অভিনব কৌশল আয়ত্ব করেছে।নির্বাচনের সময় দেশে সেটির প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে যোগ দেন বিগত সিটি নির্বাচনে পরাজিত বিএনপিদলীয় মেয়র প্রার্থীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটির পরাজিত প্রার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন হলেও দেখা যায়নি খুলনার প্রার্থীকে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ