বিএনএ, ঢাকা: চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
রোববার (৫ জানুয়ারি) সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে একশজনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।
৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী