বিএনএ, ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে পর পর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
ঢাবির কয়েকজন শিক্ষার্থী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে প্রথমে টানা তিনটি ককটেল বিস্ফোরণ হয়।পরে আবার একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।, বিস্ফোরণের শব্দে আমরা দ্রুত হল থেকে বেরিয়ে আসি।এসে সেখানে কোনো যানবাহন বা কাউকে দেখিনি। দু-একটি দাঁড়ানো প্রাইভেটকার ছিল।হলের শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছেন।
এ দিকে এ ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে ছাত্রলীগের স্যার এফ রহমান হল শাখা। এ সময় তারা বিস্ফোরণের জন্য ছাত্রদলকে দায়ী করেন।
বিএনএ/ ওজি