বিএনএ, ফেনী : পিতৃহীন দরিদ্র পরিবারের সন্তান বিবি আয়শার বিয়ে দিয়েছেন ফেনী জেলা আওয়ামীলীগের কাযনির্বাহী সদস্য, সুলতান আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামে মিজানুর রহমান মজুমদার তার ব্যক্তিগত উদ্যোগে এ বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন।
মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী জানান,পূর্ব দেবপুর গ্রামের মীর হোসেনের কন্য বিবি আয়শার বিয়ে ঠিক হয়। কিন্তু অর্থাভাবে বিয়ে সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল বিবি আয়শার পরিবারের।
বিষয়টি জানার পর মিজানুর রহমান মজুমদার বিয়ের পুরো আয়োজনের দায়িত্ব নেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। শেষে তিনি নিজেই অভিভাবকের দায়িত্ব নিয়ে এতিম মেয়ে বিবি আয়াশাকে বরের হাতে তুলে দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ার্স লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ মাহি রাসেল, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, স্হানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার মিয়া পাটোয়ারী ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দিন আরো জানান, দরিদ্র অসহায় মানুষের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নির্মাণ, বিয়ে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পাঠাগারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা এবং বৈশ্বিক মন্দায় কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পানি সেচ পাম্প ও ঔষধ ছিটানোর মেশিনসহ সকল প্রকার কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মিজানুর রহমান মজুমদার।
বিএনএনিউজ/নিজাম উদ্দিন চৌধুরী/ এইচ.এম।