৬:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ১৪০২২, মৃত্যু ১৭

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ১৪০২২, মৃত্যু ১৭


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আরও ভয়াবহ আকার নিয়েছে করোনা। বুধবারের (৫ জানুয়ারি) করোনা বুলেটিন অনুসারে মঙ্গলবার রাজ্যে ৬০,৫১১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১৪,০২২টি নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ২৩.১৭ শতাংশ।

কলকাতায় ৬,১৭০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনায় ২,৫৪০, হাওড়ায় ১,২৮০, দক্ষিণ ২৪ পরগনায় ৭৬৩ ও ৬৭০।উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দার্জিলিং জেলায় সংক্রমণ প্রায় ২০০। মালদায় ১২৫। অন্য জেলাগুলিতে সংক্রমণ এখনো ২ সংখ্যায়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সংক্রমণ বেড়ে হয়েছে ১৬.৭৮ লক্ষ।

এদিন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৭ জনের। সব মিলিয়ে সেখানে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ১৯,৮২৭।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ