21 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হলো

বোয়ালখালীতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হলো


বিএনএ, (বোয়ালখালী) চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে ভোট গ্রহণ বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে আহল্লা করলডেঙ্গা সংঘর্ষ-সংঘাতে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

শাকপুরা স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন সোহেল নানা অভিযোগে ভোট বর্জন, চরনদ্বীপে স্বতন্ত্র প্রার্থী শোয়েব রেজা ভোট স্থগিত আবেদন করেন। আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন ছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সকাল থেকেই সকল ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃংখলভাবে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

বিএনএ/ সাইফুদ্দিন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ