বিএনএ, স্পোর্টস ডেস্ক: করোনামুক্ত হলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পুরোনো বছর শেষ হওয়ার আগেই (২৮ ডিসেম্বর) থেকে আইসোলেশনে ছিলেন মেসি। পরে ২ জানুয়ারি কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার।
যে কারণে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে পূর্ব নির্ধারিত সময়ে আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরতে পারেননি তিনি। অবশেষে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
আর করোনা নেগেটিভ হওয়ার খবর পেয়েই পরিবারকে নিয়ে ফ্রান্সের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন পিএসজির এ তারকা ফুটবলার। রোজারিও থেকে একটি প্রাইভেট প্লেনে করে আর্জেন্টিনা ছেড়েছেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে’র খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত হলেও মেসির মধ্যে কোনো উপসর্গ ছিল না। তাই আইসোলেশনে মূলত করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায়ই ছিলেন তিনি। যা পেয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাতে।
বিএনএনিউজ২৪/এমএইচ