28 C
আবহাওয়া
১১:৪৫ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের পর বাংলাদেশ

এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের পর বাংলাদেশ

উপমহাদেশের দেশগুলোর মধ্যে পাকিস্তানের পর বাংলাদেশ

বিএনএ ক্রীড়া ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোষাকে নতুন গল্প লিখেছে টাইগাররা। নতুন বছরে স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা। ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে, এমন জয় আসবে ভাবেননি অনেকেই।

সাকিব-তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণ্যনির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স। মুমিনুলের নেতৃত্বে লিটন-জয়-শান্তরা যেন আরও সাহসী। নতুন বাংলাদেশের জন্য বার্তা দিয়ে রেখেছে তারা।

বাংলাদেশের সকালের যেখানে আড়মোড়া কাটেনি, ১২ হাজার কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে ৩৩ চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়। সেইসঙ্গে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামাল মুমিনুলের দল।

সেইসঙ্গে দেশের বাইরে ৬১ টেস্ট খেলে ষষ্ঠ জয়ের দেখা পেল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচ দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। এছাড়া সেরা দেশগুলোর ঘরের মাঠেও এটাই প্রথম জয় টাইগারদের।

নিউজিল্যান্ডের মাটিতে লাল বলের খেলায় জয় পাওয়ার তালিকায় পাকিস্তানের পাশাপাশি এখন বাংলাদেশ। তবে এতে ১ যুগের পার্থক্য ! ১২ বছর পর কিউইদের মাটিতে এশিয়ার কোন দেশের এটাই প্রথম জয়ের নজির। সবশেষ উদাহরণ সেই ২০১০ সালে পাকিস্তান। এরপর কয়েক দফায় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা নিউজিল্যান্ড পরীক্ষায় নামলেও পাশ করতে পারেনি।

ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। বছর পাঁচেক আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে সবশেষ টেস্ট হেরেছিল কিউইরা। এরপর আর কোন দলই জয়ের মুখ দেখেনি। ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা আটটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।

এদিকে,মাউন্ট মঙ্গানুইয়ের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুইটি ম্যাচই আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয় দলের সবার অবদানের কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। এখান থেকে টাইগার ক্রিকেটের নতুন পথচলা শুরুর কথাও জানিয়েছেন টেস্ট অধিনায়ক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ