26 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভাস্কর্য ইতিহাস-সংস্কৃতির একটি অংশ:স্বরাষ্ট্রমন্ত্রী

ভাস্কর্য ইতিহাস-সংস্কৃতির একটি অংশ:স্বরাষ্ট্রমন্ত্রী

ভাস্কর্য ইতিহাস-সংস্কৃতির একটি অংশ:স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ,ঢাকা: যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।সারাদেশে সব ভাস্কর্যের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন।দ্রুতই এই ভুল বোঝাবুঝির অবসান হবে।নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই ভাস্কর্য তৈরি করা হয়।বঙ্গবন্ধুর পাশাপাশি বাঘা যতীনের ভাস্কর্যের যারা হাত দিয়েছে তাদের শাস্তি হবে।চিহ্নিত ষড়যন্ত্রকারীরাই এমন ঘটনা ঘটাচ্ছে।ভাস্কর্য কোনো পূজার জিনিস না। ভাস্কর্য হলো হৃদয়ে ধারণ করার জিনিস।যে নেতারা দেশের জন্য কাজ করেছেন সেটি যেন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখতে পারে সেই জন্যই ভাস্কর্য।

তিনি বলেন,ভাস্কর্য হলো ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ।আর এগুলো রক্ষা করার দায়িত্ব সবার।শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় দেশে অনেক ভাস্কর্য রয়েছে।সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদদের ভাস্কর্য এখনো অনেক জায়গায় স্থান পাচ্ছে।আল বেরুনি, ইবনে সিনাসহ অনেক মুসলিম তারকার ভাস্কর্য রয়েছে।’

ভাস্কর্য রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,কেউ আইন হাতে তুলে নিতে পারবেনা।যে বা যারা এই কাজটি করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। এদেশের জনগণ অনেক উদার, অনেক সংস্কৃতিমনা।সুতরাং এদেশের জনগণ কোনও দিন কোনও ভাস্কর্য ভাঙে না।এগুলো চিহ্নিত ষড়যন্ত্রকারীদের একটি অপপ্রয়াস বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে প্রশংসিত হচ্ছে। করোনায় যখন সারা বিশ্ব টালমাটাল তখন বাংলাদেশ সরকার জনগণের পাশে ছিল এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহারও কম।করোনায় সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীরাও এগিয়ে এসেছেন। জন্য সারাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বকে চায় এবং তার সরকারের উপর আস্থা আছে।খুব শিগগিরই ইউনিট থেকে শুরু করে থানা পর্যন্ত গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করার কথা জানায় আসাদুজ্জামান খাঁন কামাল।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, সহসভাপতি আসলামুল হক এমপি, সাদেক খান এমপিসহ কার্যনির্বাহী সদস্যগণ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ