18 C
আবহাওয়া
৯:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ৭০০ বন্দি এখনো পলাতক : মহাপরিদর্শক

৭০০ বন্দি এখনো পলাতক : মহাপরিদর্শক

৭০০ বন্দি এখনো পলাতক, মহাপরিদর্শক

বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন।

বুধবার (৪ ডিসেম্বর) কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মতবিনিময়ের সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য জানান।

মহাপরিদর্শক মোহাম্মদ মোতাহের জানান, কারাগার থেকে পালানো ২২০০ বন্দির মধ্যে ১৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মুক্তি পেয়েছেন ১৭৪ জন। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন। পলাতক কারাবন্দিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে । আরও বলেন, সারাদেশে ৬৯টি কারাগারের মধ্যে ১৭ টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার এবং আয়েশি জীবন-যাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ