21 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » শরীয়তপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

শরীয়তপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক


বিএনএ, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, পাঁচক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় সিকদার (২৩), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) এবং লক্ষ্মীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে ইনছান আলী (২৭)।

পুলিশ জানায়, শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শরীয়তপুর শহর থেকে বাসায় ফেরার পথে বিষুগাঁও এলাকায় তাদের মুখোমুখি হন। গোয়েন্দা পুলিশ পরিচয়ে তারা শাহিনের পথরোধ করেন এবং মাদক রাখার অভিযোগ তুলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে শাহিন তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। তার বাবা ঘটনাস্থলে পৌঁছে ২২ হাজার ৯০০ টাকা দিয়ে গেলে অভিযুক্তরা হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন ও তার বাবা চিৎকার করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যান।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ