18 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড

দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড

দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড

বিশ্ব ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে আবার প্রত্যাহার করারও ঘোষণা দিয়েছেন। এ নিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর ) দেশটিতে ঘটেছে লংকাকান্ড।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারির ঘোষণা দেন।

ভাষণে ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি উৎখাত করতে, আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।’

‘বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী শক্তির আগ্রাসনের মুখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না’-যোগ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

ইউন বলেছেন, তিনি মার্শাল আইন প্রত্যাহার করবেন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক টেলিভিশন ভাষণে বলেছেন যে, তিনি মন্ত্রিসভা আহ্বানের চেষ্টা করেছেন মার্শাল আইন প্রত্যাহারের জন্য। কিন্তু এখানে ভোর হওয়ায়, তারা বৈঠকে অংশ নিতে পারেনি।

তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব মন্ত্রিসভায় ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করে মার্শাল আইন প্রত্যাহার করবেন।

দক্ষিণ কোরিয়ার জনগণ মার্শাল আইন প্রত্যাহারের ঘোষণা উদযাপন করছে।

প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন যে, সংসদ মার্শাল আইন বাতিলের পক্ষে ভোট দেওয়ার পর তিনি তা প্রত্যাহার করবেন, জানিয়েছে ইয়োনহাপ সংবাদ সংস্থা।

 

যুক্তরাজ্য সরকারের  “গভীর উদ্বেগ” প্রকাশ

যুক্তরাজ্য সরকারের সর্বশেষ পরামর্শ: দক্ষিণ কোরিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন, যা দক্ষিণ কোরিয়ার সংবিধান ও আইন অনুযায়ী হবে।

তিনি আরও বলেন:

  • সিউলে ব্রিটিশ দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
  • দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ব্রিটিশদের জন্য ফরেন অফিসের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যা নিয়মিত হালনাগাদ হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল মার্শাল আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর, জাতীয় সংসদের বাইরে মানুষ তা উদযাপন করছে বলে জানিয়েছে এএফপি সংবাদ সংস্থা।

এটি যোগ করেছে যে, জাতীয় সংসদ সামরিক শাসন আরোপের বিরুদ্ধে ভোট দেওয়ার পর ইউন বলেছেন, মার্শাল আইন বাহিনী প্রত্যাহার করা হয়েছে। বিবিসি ।

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ