27 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী নিহত

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী নিহত

সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ইট বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন নানা ও নাতনী। তারা মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন। এ ঘটনায় আহত এক নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আমিরারাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালীর বাপের পাড়ার ইকবাল হোসেন প্রকাশ বাবলু ও তার নাতনি সাতকানিয়া উপজেলার ছাদহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ির মো. তারেকের কন্যা আজুয়া আকতার (৪)।

আহত হলেন- সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোরশেদ চেয়ারম্যানের বাড়ির গৃহবধূ সামিরা (৩০)।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রবিউল আলম বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় স্পটেই দুইজন মারা গেছেন। তারা সম্পর্কে নানা ও নাতনী। নাতনীর বয়স ৪ বছর। তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ