বিএনএ, বিশ্বডেস্ক : হামাস -হিজবুল্লাহ-হুতির মুহর্মুহু হামলায় দিশেহারা ইসরায়েলে এবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে । ইসরাইলের সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে এ দাবি করেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইসরায়েলি সেনা মুখপাত্র জানান, সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐ ক্ষেপণাস্ত্রকে আকাশে ভূপাতিত করা হয়নি বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল চিহ্নিত করে সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়েছে।
এ দিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলে আটটি সাজোয়া যানে নিখুঁত হামলা চালিয়েছে হামাসের আল কাসেম ব্রিগেড। এতে অন্তত ৩টি সাজোয়া যান ধ্বংস হয়েছে।
আল কাসেম ব্রিগেড বলেছে, গাজার পূর্ব দিয়ার আল বালাহ এলাকায় বোমা ও রকেটের সাহায্যে ইসরাইলের সাজোয়া যানে হামলা চালানো হয়েছে। এর ফলে তিনটি সাজোয়া যান পুরোপুরি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, উত্তর-পশ্চিম গাজার বেইত হানুন ও আত্তাউম এলাকায় ইসরাইলে তিনটি সামরিক গাড়ি ও একটি বুলডোজার লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে।
বিএনএ/ ওজি