বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর ইছাখালী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সকাল হতে ইসলামী সংগীত, গজল, পবিত্র কোরআন তেলোয়াত ও হামদ্ নাত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। দুপুরের পর অনুষ্ঠানের মূল আয়োজন মাহফিলে আগত ওলামায়ে কেরামগন আলোচনা পেশ করেন।
মাহফিলে মাদ্রাসা সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচালক মাওলানা আলী হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসেন।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে আলোচনা করেন, জামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ক্বারী নুরুল্লাহ, মুহাদ্দিস মাওলানা আব্দুচ্ছত্তার, কৈয়গ্রাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু বক্কর ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ।
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।