20 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী থেকে ফেরার পথে যুবদল সভাপতি গ্রেফতার

রাজশাহী থেকে ফেরার পথে যুবদল সভাপতি গ্রেফতার

যুবদল সভাপতি গ্রেফতার

বিএনএ ডেস্ক: রাজশাহীর গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় টুকুর সঙ্গে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, সাদা পোশাকে থাকা ব্যক্তিরা তাদের আটক করেছে। এদিকে তাদের আটকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ নেতা বলেন, সরকার বিএনপির ১০ জানুয়ারি গণসমাবেশ কেন্দ্র করে হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণঅভ্যূথান। অবিলম্বে টুকুসহ আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। 

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর