26 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ

বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ

বৃদ্ধকে মারধর করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে কারাগারে প্রেরণ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে মারধর করার মামলায় জামিন চাইতে গেলে কারাগারে প্রেরণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে। ওই কর্মীর নাম এরফান হোসেন (২৬)। তার পিতার নাম এলোয়ার হোসেন। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়

সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেন। এই মামলার অন্য আসামীরা হলেন, বরুমছড়া এলাকার এলোয়ার হোসেনের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এরফান হোসেন (২৬), এলোয়ার হোসেন (৫০) ও কুলসুমা খাতুন (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার বরুমছড়া এলাকায় সম্পত্তি বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে।এই ঘটনায় নারী বৃদ্ধসহ একাধিক জন আহত হন। পরে বৃদ্ধ আব্দুল মান্নান ৩জনকে আসামী করে গত (২৪ অক্টোবর) রাতে থানায় এই মামলা দায়ের করেন। আনোয়ারা থানা মামলা নং ২২।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী বেলায়েত হোসেন, আসামী একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে অতীতে ভূমিদস্যু চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি আদালতকে অবহিত করেছি। মহামান্য আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ