27 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » লেবানন থেকে দেশে ফিরলেন ৭০ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরলেন ৭০ বাংলাদেশি

লেবানন থেকে বাংলাদেশের পথে আরও ৭০ বাংলাদেশি

বিএনএ, ঢাকা : এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশটিতে আটকে পড়া এসব বাংলাদেশি সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবর্তন করেন। এ নিয়ে সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত মোট সাতটি ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন মোট ৩৩৮ বাংলাদেশি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বিমানবন্দরে দেশে ফেরা এসব প্রবাসীদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা করে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাবৃন্দ। এছাড়াও লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকাসহ কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়।

এদিকে দেশে ফেরা এসব প্রবাসীদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান। সবমিলিয়ে লেবাননে বোমা হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় দেশটিতে আটকে পড়া প্রবাসীদের নিজ খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনের পাশাপাশি সেখানে থাকতে ইচ্ছুক প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ