21 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফরিদপুরে ডেঙ্গুতে আরও মৃত্যু দুই

ফরিদপুরে ডেঙ্গুতে আরও মৃত্যু দুই

ফরিদপুরে ডেঙ্গুতে আরও মৃত্যু দুই

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৭৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৩৪ জন।

মৃতরা হলেন- সালথা উপজেলার জয়কাইল এলাকার বাসিন্দা রহিমা বেগম (৪৫) ও ঝিনাইদহের মহিষাকুন্ডু এলাকার যতিন সরকার (৪৮)।

শনিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

আরও পড়ুন:

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় অদ্যাবধি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ২০ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ