28 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সময় থাকতে ক্ষমতা ছেড়ে সেফ এক্সিট নেন: মির্জা ফখরুল

সময় থাকতে ক্ষমতা ছেড়ে সেফ এক্সিট নেন: মির্জা ফখরুল

আগুনের ঘটনাগুলো খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক: সময় থাকতে ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগকে সেফ এক্সিট নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, না হলে আওয়ামী লীগ পালাবার সুযোগ পাবে না।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি তার সিদ্ধান্তে অটল ও অবিচল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যেকোনো মূল্যে সংগ্রাম চলবে।

‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেয়া হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, হুমকি-ধামকি দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। আওয়ামী লীগ কতটা প্রতিহিংসা পরায়ণ তা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রমাণিত হয়েছে। তারা যে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি এই ধরনের উক্তি করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন উনার হুমকি গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করবে, দমন করবে তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না। যে আন্দোলন শুরু হয়েছে তা কেউ দমাতে সক্ষম হবে না। কোনো হুমকি-ধামকিতে কাজ হবে না।

বিএনপি বাড়াবাড়ি করছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাড়াবাড়ি করছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে মানুষের যে সাংবিধানিক অধিকার সভা-সমাবেশে হামলা চালাচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, কোনো সভ্য দেশে দেখেছেন সরকার হরতাল দিয়ে দেয়। এরা হরতাল দিচ্ছে। বরিশালে সমাবেশের পাঁচ দিন আগে থেকে বলে পরিবহন বন্ধ থাকবে। হঠাৎ করে নৌপরিবহনও বন্ধ করে দিয়েছে। এমনকি পটুয়াখালী থেকে বরিশাল আসার স্পিডবোটও বন্ধ করে দিয়েছে।

সরকার শুধু বিএনপি নয়, গণ-জমায়েতে মানুষ দেখলেই ভয় পায়। কারণ জনগণ এবার জেগে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ