15 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

বশেমুরবিপ্রবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

বশেমুরবিপ্রবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

বিএনএ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির’ আগামী এক বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যান্যের মধ্যে আছেন সিনিয়র সহ সভাপতি পদে এইচ এম জাহিদ, সহ সভাপতি পদে হাবিবা ইসলাম, রফিকুল ইসলাম, কামাল হোসেন, আশরাফুল হক আশিক।

সাংগঠনিক সম্পাদক পদে মিনহাজুল আবেদিন জয়, অর্থ সম্পাদক পদে জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে ফজলে রাব্বি।  এ ছাড়া প্রচার সম্পাদক পদে আছেন অনিক হোসেন।

নব নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

বিএনএ/ মুহা ফাহীসুল হক ফয়সাল,ওজি

Loading


শিরোনাম বিএনএ