17 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » দেশে একদিনে করোনায় ৭ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় ৭ জনের মৃত্যু

করোনায়

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৮৭ জন হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪৭ জন। ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২২৭ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩৪ হাজার ৩শ জন সুস্থ হয়েছে ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, একদিনে ১৮ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে,  ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ