21 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতাল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে ফুটপাত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৪ নবেম্বর)) দুপুর সোয়া ২টার দিকে নীল রঙের কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার পেটের নিচে ও কোমরে পুরোনো  পুড়ার চিহ্ন দেখা গেছে।

তবে মরদেহ উদ্ধারের সময় আরমান নামে এক তরুণ বলেন, ওই ব্যক্তিকে দুইদিন ধরে ফুটপাতে পড়ে থাকতে দেখছি।এর আগে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাতে দেখেছিলাম।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রেখেছে।

বিএনএ/ আজিজুল , ওজি

Loading


শিরোনাম বিএনএ