21 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » T20 world cup: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

T20 world cup: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের অস্ট্রেলিয়া বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার(৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি।প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে,তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে এবং চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল টাইগাররা।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছিল।দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর তৃতীয ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল অজিরা। আজ তাদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেমিতে যাবার জন্য জিততে হবে তাদেরকে।

নাুসমের জায়গায় মুস্তাফিজ বাংলাদেশ একাদশে। অ্যাশটন অ্যাগারের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শ।

বাংলাদেশ একাদশ : 

লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ :

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ