21 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ মার্কিন ডলার

মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ মার্কিন ডলার

মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ মার্কিন ডলার

বিএনএ, ঢাকা : দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার। এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এমনটাই বলা হয়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, নতুন ভিত্তিবছরের ২০১৫-২০১৬ হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে। ডলারের বর্তমান বাজার অনুযায়ী, মাথাপিছু আয় বেড়েছে ২৯ হাজার ৪৩০ টাকা। এর আগে ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে এসব গণনা করা হতো।

নতুন ভিত্তিবছর হিসাব করায়, আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। যেমন, ২০১৫-২০১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার। নতুন হিসাবে হয়েছে ১ হাজার ৭৩৭ ডলার। এভাবে পরের প্রতি বছরই মাথাপিছু আয় বেড়েছে।

এছাড়া, এবারও মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ ডলার। আর ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ ডলার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ