21 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়

ভারতের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতের ছেলেদের ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পাচ্ছেন রাহুল দ্রাবিড়। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ভারতের কিংবদন্তি এ ব্যাটসম্যান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোহলি-রোহিতদের দায়িত্ব নেবেন।

ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ এই বিশ্বকাপের পরই শেষ হয়ে যাবে। চুক্তি আর নবায়ন করা হবে না, সেটা আগেই জানিয়েছিল ভারতের সংবাদমাধ্যম।

কোচের দায়িত্ব পেয়ে রাহুল দ্রাবিড় বলেন,‘ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদে নিয়োগ পাওয়া সত্যিই সম্মানের। আমি এই দায়িত্বে কাজ করার জন্য মুখিয়ে আছি।’ জাতীয় ক্রিকেট একাডেমি, অনুর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের ছেলেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রতিদিন নিজেদের খেলার মান উন্নতির জন্য তাদের প্যাশন ও কমিটমেন্ট সম্পর্কে আমার ভালো জানা আছে।

এর আগে ভারতীয় এ দল ও অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন দ্রাবিড়। সর্বশেষ দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে তার অধীনেই খেলেছে শিখর ধাওয়ানরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ