24 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » কপ-২৬ শীর্ষ সম্মেলনে ৫ প্রভাবশালী নেতার তালিকায় শেখ হাসিনা

কপ-২৬ শীর্ষ সম্মেলনে ৫ প্রভাবশালী নেতার তালিকায় শেখ হাসিনা

কপ-২৬ শীর্ষ সম্মেলনে ৫ প্রভাবশালী নেতার তালিকায় শেখ হাসিনা

বিএনএ ডেস্ক: গ্লাসগোতে জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলনে প্রভাব বিস্তারকারী শীর্ষ পাঁচ বিশ্ব নেতাকে ‘ডিল-মেকারস’ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রভাব বিস্তারকারী এই পাঁচ শীর্ষ নেতার তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তন: চুক্তি প্রস্তুকারক ৫ জন, যারা কপ-২৬ সম্মেলনের ফলাফল প্রভাবিত করবেন’ শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনাকে ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যমটি।

বিবিসি জানিয়েছে, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্যার ডেভিড অ্যাটেনবোরো ও বিশ্ব নেতারা যখন বেশিরভাগ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবেন, তখন ১৯৭টি দেশকে জলবায়ু পরিবর্তনের প্রতিশ্রুতিতে আবদ্ধ করার প্রকৃত কাজটি পড়বে স্বল্প-পরিচিত কূটনীতিক, মন্ত্রী ও আলোচকদের ওপর।

বিবিসি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮ টি দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিবিসি লিখেছে, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ; যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ-২৬ সম্মেলনে তুলে ধরেছেন। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ অংশ পানির নিচে তলিয়ে গিয়েছিলো, যাতে হুমকির মুখে পড়ে ১০ লাখ বাড়িঘর।

এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালান বলেছেন, প্রধানমন্ত্রী হাসিনার মতো লোকজন জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ।  জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে কী ধরনের রূপ ধারণ করেছে তা বুঝতে বিশ্ব নেতাদের সাহায্য করতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই তালিকায় আরও যারা আছেন, তারা হলেন, চীনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদি আরবের আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও কপ-২৬ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ