বিএনএ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান। সোমবার (৩ অক্টোবর) আসরের পর রাজধানীর বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে চিরনিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি।
এর আগে সকাল ১০টার দিকে গুলশান-তেজগাঁও লিংক রোডে তোয়াব খানের শেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে তার প্রথম জানাজা হয়। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে ঢাকার জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোয়াব খানের মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দ্বিতীয় জানাজার পর তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন তিনি।
জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন তোয়াব খান। সেখানে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নেয়া হয় গুলশানের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ আসর তৃতীয় জানাজার পর তার মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে। সাংবাদিক তোয়াব খানের জন্মস্থান সাতক্ষীরা।
বিএনএ/এ আর