বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলসমূহ খুলে দেওয়া হচ্ছে আগামী ১০ অক্টোবর থেকে। আর ২০ অক্টোবর থেকে সব একাডেমিক কার্যক্রম সশরীরে চালু হচ্ছে।
সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় আবাসিক হল গুলো খুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই হলের আবাসিক শিক্ষার্থী হতে হবে এবং কমপক্ষে করোনার ১টি টিকা গ্রহণ করার টিকার কার্ড প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। আর যারা টিকার ২টি ডোজ সম্পন্ন করেছে তাদের সনদ প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস ও একাডেমিক সকল কার্যক্রম শুরু হবে।
বিএনএনিউজ/ তারিক/এইচ.এম।