26 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নিকট অতীতের সুশাসনের অভাবে এ চলার পথ কণ্টাকাকীর্ণ-ড. ওয়াহিদ

নিকট অতীতের সুশাসনের অভাবে এ চলার পথ কণ্টাকাকীর্ণ-ড. ওয়াহিদ

শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

সাভার : শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। এ যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কণ্টাকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর ভিন্ন কোন পথ নেই।

উপদেষ্টা বুধবার (৪ সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিতব্য ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিপিএটিসি-র ডিরেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন  বলেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হল জনগণকে সেবা দেয়া। কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের সাহায্য করবে। পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বিষয়ে জনগণকে সহায়তা করবে। তিনি বলেন, সকল সেক্টরের কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরীজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে।

এ সময় তিনি ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের নিকট ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ হতে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ