17 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গোলাগুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীতে গোলাগুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীতে গোলাগুলিতে অটোরিকশা চালক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ সনু (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত সনুকে হাসপাতালে নিয়ে আসা সাকিব জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সনু। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে। তার দুই ছেলে-মেয়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ