20 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » খিলগাঁওয়ে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

খিলগাঁওয়ে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

খিলগাঁওয়ে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে নাকদারপাড় এলাকায় চোর সন্দেহে মোহাম্মদ রাশেদ (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে ওয়ার্কশপের শ্রমিকরা। রোববার (৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায় রাশেদ নামে ওই তরুণ ২ সেপ্টেম্বর নাকদারপার সাগরের ওয়ার্কশপের সামনে বসে কান্নাকাটি করছিল। ওই ওয়ার্কশপের লোকজনকে বলছিল আমাকে একটু কাজ দেন, আমি কাজ করব। এরপর তারা সাগরকে ওই ওয়ার্কশপে কাজ দেয়। পরে আজ সকালে সবার অগোচরে ওয়ার্কশপে থাকা অন্যান্যদের মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এই কারণে ওয়ার্কশপের লোকজন তাকে মারধর করে। এতে রাশেদ ওরফে সাগর অচেতন হয়ে পড়ে। পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে নিহতের আসল নাম রাশেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ