20 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের পতেঙ্গায় যুবকের মরদেহ

চট্টগ্রামের পতেঙ্গায় যুবকের মরদেহ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পতেঙ্গা থানাধীন খেজুরতল এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার বয়স আনুমানিক  ৩৮ থেকে ৪০ বছর হবে। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পতেঙ্গা সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আমরা খেজুরতল এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। মরদেহটি বেড়িবাঁধ রোডের ওয়াকওয়েতে পড়েছিলো। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ