23 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ব্রিটিশ লিগ্যাল অ্যাটাশে ভিকি বোম্যানের এক বছরের কারাদণ্ড

ব্রিটিশ লিগ্যাল অ্যাটাশে ভিকি বোম্যানের এক বছরের কারাদণ্ড

ব্রিটিশ লিগ্যাল অ্যাটাশে ভিকি বোম্যানের এক বছরের কারাদণ্ড

বিএনএ, ঢাকা: দেশটির অভিবাসন আইনে মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী শিল্পী হেটেন লিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।গত ২৫ আগস্ট কর্তৃপক্ষ এই দম্পতিকে গ্রেপ্তার করেছিল।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বোম্যানের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘন এবং তার স্বামীর বিরুদ্ধে তাকে মিয়ানমারে থাকতে সহায়তা করার অভিযোগ আনা হয়। গেল সপ্তাহে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয় তাদের।

খবরে জানা যায়, তেইন লিন ও ভিকি বোম্যান বিয়ে করার পর তারা লন্ডনে চলে যান। এর পর ২০১৩ সালে তারা আবারও ইয়াঙ্গুনে ফিরে আসেন।

জানা যায়, বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তার স্বামী একজন বার্মিজ শিল্পী এবং সাবেক রাজবন্দি।

যুক্তরাজ্য সম্প্রতি মিয়ানমারে সামরিক বাহিনী সংশ্লিষ্ট ব্যবসায় নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানায়। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে চলা মামলায় যোগ দেয়ার ঘোষণা দেয়। এর পরই সামরিক সরকার বোম্যানকে গ্রেফতার করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ