17 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামে আরও এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী নগরীর হালিশহরের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)‘র মেডিসিন বিভাগে ভর্তি আছেন। এ নিয়ে চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলেন তিনজন।

শনিবার (৪ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)‘র মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পাল।

তিনি বলেন, তিন দিন আগে অতিরিক্ত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। মেডিসিন বিভাগে ভর্তির পরপরই তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ দেখা যায়। তাকে অভজারভেশনে (পর্যবেক্ষণ) রেখে আলাদাভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে ভর্তির পরপরই জরুরি বিভাগ থেকে তার র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল। এন্টিজেন পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই প্রথম এ রোগে আক্রান্ত হন ৬০ বছর বয়সী এক নারী। এরপর ৬ আগস্ট আরেক ব্যক্তির শরীরে রোগটি ধরা পড়ে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথম আক্রান্ত নারী চিকিৎসা শেষে  বাড়ি ফিরে গেছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ