14 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » অবৈধভাবে বালু উত্তোলন, ১৮ শ্রমিক আটক

অবৈধভাবে বালু উত্তোলন, ১৮ শ্রমিক আটক

অবৈধভাবে বালু উত্তোলন, ১৮ শ্রমিক আটক

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস ও মেঘনা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জন শ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে তিনটি ড্রেজার ও তিনটি বাল্কহেড।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং ও চরলাপাং এলাকায় স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করেন। সে সময় ১৮ জন শ্রমিককে আটক এবং তিনটি ড্রেজার ও তিনটি বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়। তবে, মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, ১৮ শ্রমিককে আটক করা হলেও নৌকা ও ড্রেজারের মালিকদের পাওয়া যায়নি। আটক শ্রমিকদের কাছ থেকে নৌকা ও ড্রেজারের মালিকদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু তারা মালিকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ