28 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু,একদিনে হাসপাতালে ভর্তি ২৬৫ জন

ডেঙ্গু,একদিনে হাসপাতালে ভর্তি ২৬৫ জন

ডেঙ্গু পরিস্থিতি, হাসপাতালে ভর্তি আরও ২৩৪ জন

বিএনএ ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩৩ জন। এই সময়ে মারা গেছেন দুইজন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনে ৮৮০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১২৭৩ জন ও ঢাকার বাইরে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫০১ জনে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ