19 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

করোনা, বিশ্বে একদিনে প্রাণ গেল সাড়ে ৬ হাজার

বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে দুই জনের করোনা পজিটিভ ও তিন জনের করোনা উপসর্গ ছিল।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া পাঁচ জনের মধ্যে রাজশাহীর তিন জন, নওগাঁ ও পাবনা জেলার একজন করে রোগী ছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে রামেকে ২৮৬ শয্যার বিপরীতে ১৪২ জন রোগী ভর্তি আছেন।

গত শুক্রবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীতে শনাক্তের হার ১০ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ