25 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নারীদের তালেবান সরকারে যুক্ত করার দাবি(ভিডিও)

নারীদের তালেবান সরকারে যুক্ত করার দাবি(ভিডিও)


আফগানিস্তানের রাজধানী কাবুল ও অন্যান্য স্থানে গত দুদিন ধরে নারী অধিকার আন্দোলন কর্মীরা নারীদের গত ২০ বছরের অর্জন রক্ষা এবং নারীদের তালেবান সরকারে  অর্ন্তভুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছে। কোথাও কোথাও তালেবান সদস্যরা বাঁধা দেয়ার চেষ্ঠা চালায়। শুক্রবার(৩সেপ্টেম্বর) কাবুলের রাজপথে ও প্রেসিডেন্ট ভবনের সামনে আফগান নারীদের বিক্ষোভ করতে দেখা গেছে। খবর টলোটিভি।

তালেবানরা জানিয়েছে, নারীরা সরকারের সাথে থাকবে । কিন্ত উচ্চ কোন পদে নয়। 

নারীরা বিশ্ববিদ্যালয়ে পৃথক ক্যাম্পাসে লেখাপড়া করবে। সহশিক্ষা চলবে না। 

প্রেসিডেন্ট ভবনের সামনে নারী নেত্রি তারান্নুম সায়েদি বলেন, কোন সমাজ নারীদের বাদ দিয়ে উন্নতি করতে পারে না। অতএব নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং সরকার ও মন্ত্রীসভায় যুক্ত করা উচিত।

সমাজ কর্মী রাজিয়া সুলতানা বলেন, আমরা পুরুষদের মত ইসলামী আইনে কাজ করতে চাই।তিনি আফগান নারীদের পুনরায় কাজে যোগ দিতে আহবান জানান। গত ২০বছর ধরে নারীদের যে অগ্রগতি হয়েছে তা ধরে রাখতে হবে।

শাবানা তাওয়ানা নামক আরেকজন নারী অধিকার কর্মী বলেন, তালেবান সরকার গঠনের পর সকল নারীদের কাজে ফিরে যেতে হবে। গত ২০বছর ধরে নারীরা যেভাবে কাজ করে আসছে সে ভাবেই তারা কাজ চালিয়ে যাবেন।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ